সৌর বিদ্যুতে কোনো প্রকার খরচ নেই। সূর্যের তাপের সাহায্যে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বাংলাদেশের জন্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে।
"বিদ্যুৎ শক্তি যেন জীবনী শক্তির মতোই; জাতির শিরা-ধমনীতে প্রবল ও সক্রিয় উপস্থিতিই তার স্বাভাবিক চলমানতাকে অক্ষুণ রাখে, গতিময় করে। শিল্প-কলকারখানা, ব্যবসা-বাণিজ্য-অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, স্বচ্ছন্দ ও শান্তিময় জীবন যাপন, বিনোদন সর্বক্ষেত্রেই বিদ্যুতের উপস্থিতি।"
জীবন যেমন থেমে থাকে না, থেমে থাকে না উন্নয়নের উদ্যোগ-আয়োজন; সে কারণে বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে ওঠার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয়েছে সব সময়। তেমনিভাবে বিকল্প শক্তির অনুসন্ধানও করতে হয়েছে। গ্যাস ও তেলশক্তির সাহায্যে চাহিদা অনুযায়ী বিদ্যুতের দ্রুত যোগান নিশ্চিত করা সহজসাধ্য নয় বলেই বিকল্প বিদ্যুৎ শক্তির প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বেশি করে সামনে এসেছে। এই প্রয়োজন মেটাতেই সম্ভাবনার আলোকবর্তিকা নিয়ে এসেছে সৌর বিদ্যুৎ।
সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় সূর্যের আলো থেকে। দিনের বেলায় সৌর শক্তিকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সংরক্ষণ করে সেই শক্তিই ব্যবহার করা হয় বিদ্যুৎ হিসেবে গৃহস্থালীর রান্না-বান্না, বাতি জ্বালানো, ফ্যান চালানো ইত্যাদি কাজে। সৌর বিদ্যুত্যের আলোয় আলোকিত হয়েছে বেশ কিছু পশ্চাৎপদ এলাকা; বিশেষ করে যেখানে বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তেমন অনগ্রসর এলাকায় সৌর বিদ্যুৎ আশা ও সম্ভাবনার স্ফুরণ ঘটিয়েছে।
দেশে বিদ্যুতের চাহিদা প্রতিদিনই বাড়ছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা এখনও সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ হতে পারে সম্ভাবনাময়। ইতোমধ্যে এ সম্ভাবনার আভাস সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। দেশের অনেক প্রত্যন্ত গ্রাম, চর ও পাহাড়ি এলাকায় এখন রাতে সৌরবিদ্যুতে বাতি জ্বলছে। রাতে বাতি জ্বালানো ছাড়াও বৈদ্যুতিক পাখা ও টেলিভিশন চালানোর কাজে সৌরবিদ্যুৎ এসব এলাকার মানুষের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। একের পর এক এই সুবিধা ছড়িয়ে পড়ছে দেশের নানা এলাকায়। তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে আমাদের এই Solar e-market Meherpur নামের প্রতিষ্ঠানটি যেখানে আপনারা পাচ্ছেন অত্যাধিক সুলভ মূল্যে বিভিন্ন প্রকার সোলার,ব্যাটারি,আইপিএস এবং ইলেকট্রনিক্স দ্রব্যাদি।
"Electricity is like vital energy; its strong and active presence in the arteries of the nation keeps its normal flow intact and keeps it moving. Electricity is present in all spheres of industry, trade, commerce-economy, science-technology, comfortable and peaceful life, entertainment." "As life does not stop, it does not stop development initiatives; That is why they need to overcome the power shortage has been felt intensely all the time. Similarly, alternative energy had to be explored. The need and relevance of alternative power generation have come to the fore as it is not easy to ensure a fast supply of electricity as per the demand with the help of gas and oil power. To meet this need, solar power has brought a beacon of potential. Solar power is produced from sunlight. During the day, solar energy is stored in a scientific process and that energy is used as electricity for household cooking, lighting lamps, running fans, etc. Several backward areas have been illuminated by the light of solar power; Especially in areas where the likelihood of power outages is very low, solar power has sparked hopes and possibilities in backward areas. The demand for electricity in the country is increasing day by day. It has not yet been possible to generate the required electricity in line with the demand. In this case, solar power can be potential. Already hints of this possibility are being observed everywhere. Many remote villages, chars, and hilly areas of the country are now lit by solar energy at night. In addition to lighting lamps at night, solar power has also become very popular among the people of these areas for running electric fans and televisions. One after another this facility is spreading in different parts of the country. In its continuation, we have developed this company called Solar e-market Meherpur where you can get various types of solar, batteries, IPS, and electronics products at very affordable prices.
0 মন্তব্যসমূহ